প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৩, ৮:১১ পি.এম
দীঘিনালা বাবুছড়া চৌধুরীপাড়া থেকে নিখোঁজ মোস্তফাকে অপহরণ ও ঘুমের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলার বাবুছড়া থেকে নিখোঁজ মোস্তফাকে অতিসত্বর খুঁজে বের করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও সমাবেশ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকা থেকে নিখোঁজ দিনমজুর মো. মোস্তফার নিখোঁজ হওয়ার প্রায় ১ সপ্তাহ সময় পেরিয়ে যাওয়ায় তাকে অতিসত্বর বের করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা।
বৃহঃস্পতিবার (১১ই মে) দুপুর ১১টায় বাবুছড়া-দীঘিনালা নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি জাহিদ হাসান। সংগঠনের দীঘিনালা উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সদস্য সচিব এস.এম মাসুম রানা, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি জালাল আহম্মেদ, দীঘিনালা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুর আলম হীরা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশাসনকে আগামী ২৪ঘন্টার মধ্যে জীবিত ফেরতের দাবি জানান। অন্যথায়, কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারীদেন।
উল্লেখ্য, গত ৬ মে ভোরে বাড়ি থেকে বের হয়ে দীঘিনালা, বাবুছড়ার নুনছড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয় মোঃ মোস্তফা। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে সকলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার ০৬ দিন অতিবাহিত হলেও মোঃ মোস্তফাকে মুক্তি না পাওয়ায় তাঁর ২ ছেলে, ১ কন্যা, স্ত্রী, ভাই-বোন সকলে এখন শোকে মুহ্যমান। তবে এ বিষয়ে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সচেতনতার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে জানা যায়।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.