আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে অতিদ্রæত জেলাগুলোর সম্মেলন শেষ করে কমিটি গঠনের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগে পৃথক পৃথক ভাবে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন,
সিলেট (অতিরিক্ত সংযুক্ত জেলা ব্রাহ্মণবাড়িয়া) বিভাগের সমন্বয়ক এড. জিয়াউল হক মৃধা ও চট্টগ্রাম বিভাগে এম এ গোফরানকে সমন্বয়ক করা হয়েছে। এই সমন্বয়ক কমিটির ঢাকা-ময়মনসিংহ বিভাগের সদস্য হিসাবে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, মাওলানা ক্বারী হাবীবুল্লাহ্ বেললী, ডা: কে আর ইসলাম, ইঞ্জি: মামুনুর রশিদ, খন্দকার মনিরুজ্জামান টিটু, নূরুল ইসলাম নূরু, গোলাম মোস্তফা, ইঞ্জি: ইকরাম খান ও আনোয়ার বেলালকে দায়িত্ব দেয়া হয়েছে। সিলেট বিভাগের সদস্য হিসাবে শাহ্ জামাল রানা, ইশরাকুল হোসেন শামিম, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, জহির উদ্দিন (জহির), মহিবুবুল কাদের চৌধুরী পিন্টু ও মুজিবুর রহমান ডালিম, আহসান হাবিব মইন, মুরাদ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের সদস্য হিসাবে অধ্যাপক ইকবাল হোসেন রাজু, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, দয়াল কুমার বড়–য়া, আব্দুল আজিজ, মনোয়ারুল আলম, কামরুজ্জামান পল্টু, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের জুয়েল, নাফিজ মাহবুব ও শামসুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।
তৃণমুল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলের গতিকে আরো তরান্বিত করার লক্ষ্যে প্রয়োজনে জেলা নেতৃবৃন্দকে সমন্বয় কমিটির অন্তর্ভূক্ত করা যেতে পারে। সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক রিপোর্ট ধারাবাহিকভাবে প্রধান সমন্বয়ক কাজী মামুনুর রশিদ, তারপরে দলের প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এর কাছে জমা দিবে।