প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারীর ক্ষমতায়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে খুব ভালোভাবে চলমান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি অনুমোদন দিয়েছিলেন, সেটির মাধ্যমে উপকৃত হচ্ছেন বিশাল জনগোষ্ঠী। এ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ ঋণ প্রদান, ব্যবসায়িক অনুদান, শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যার মধ্যে দিয়ে নিজেদের জীবনমান উন্নয়ন সম্ভব হয়েছে। প্রকল্প কার্যক্রম শেষ হলেও গঠিত তহবিল দিয়ে ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে দুটি শিল্পাঞ্চলের কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ এর কাজ ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্লট বরাদ্দ কাজ চলছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক জোন রাখা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সেখানে প্লট বরাদ্দে সহযোগিতা করা হবে। নানা প্রতিকুলতার মধ্যেও উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সন্তানদের হাতেকলমে শিক্ষায় উন্নত জ্ঞান অর্জন করে তুলতে হবে।