আসন্ন (২৯ ডিসেম্বর) বাঘা পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব শাহিনুর রহমান পিন্টু।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুল আলম এর কাছ থেকে প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর প্রতিনিধি বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম মেয়র পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন। শাহিনুর রহমান পিন্টু বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, কবির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা পৌর যুবলীগ , বাঘা পৌর যুবলীগের সহ সম্পাদক সুজন আহমেদ প্রমূখ।
প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু গনমাধ্যম কর্মীদের বলেন, আমি আমার কর্মকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সরকার প্রদত্ত সকল দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।
আমার দৃঢ় বিশ্বাস, আমার আন্তরিকতা ও কাজের মূল্যায়নস্বরূপ বাঘা পৌরসভার বাসিন্দা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বাঘা পৌরসভার মেয়র হওয়ার সুযোগ করে দিবেন। আমি পৌরসভার প্যানেল মেয়র থাকাকালীন সময়ে বাঘা পৌরসভার অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। আমি আসন্ন বাঘা পৌরসভার নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা পৌর সভা নির্বাচন সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬ । এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ জন।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামি ২৯ ডিসেম্বর বাঘা পৌর সভা নির্বাচন। এখানে ইভিএমের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।