মহানগরীর যানজট নিরসন, যান চলাচলব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ অর্থবছরে যে সকল অটো/চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন করা হয় নাই সে সকল অটো/চার্জার রিক্সার মালিকগণ ১৫% সারচার্জ ফিসহ আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে নবায়ন করতে পারবেন। সভায় আরো জানানো হয়, অটো/চার্জার রিক্সার নতুন চালক লাইসেন্স প্রদান অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিটি অটো/চার্জার রিক্সায় স্টিকার লাগানো কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের নমুনা মোতাবেক অটো/চার্জার রিক্সা নম্বর প্লেট বড় করে লিখা ও স্টিকার লাগাতে অনুরোধ জানানো হয়েছে। সভায় অটোমেশন কার্যক্রমের অগ্রগতি, মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ জোরদারকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কমিটির সদস্য রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর-১ আতাউল আল কোরাইশী, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ইজিবাইক, অটোরিক্সার লাইসেন্স নবায়ন ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়বৃদ্ধি
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৫:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- ১৬৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ