all-in-one-wp-security-and-firewall
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/nababani/public_html/wp-includes/functions.php on line 6114মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলে এমপিও কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক পরিবারের সদস্য ও সংগঠনটির সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন, সিনিয়র সদস্য ও আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন প্রমুখ।
কর্মসূচিতে উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে অবৈধ চাপ বন্ধ করা, সরকারি নীতিমালা অনুযায়ী এমপিও অনুমোদন প্রদান, রাজশাহী শিক্ষাবোর্ডে সরকারি নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা, লিফট ব্যবস্থা চালু ও ছাত্র শিক্ষক হয়রানি বন্ধ করা, অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করা, পারিবারিক কাজে সরকারি গাড়ি ব্যবহার না করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। মানববন্ধনে বক্তারা বলেন, এসব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। তারা বলেন, রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে সরকারি নীতিমালা অনুযায়ী এমপিও অনুমোদন দেয়া হলেও অবৈধভাবে চাপ প্রয়োগ করে সরকারি কাজে বিঘ্ন ঘটাচ্ছে একটি চক্র। এসবের ফাঁদে ফেলে মিথ্যা অভিযাগে এ অফিসের সহকারী প্রোগ্রামারকে বদলি করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।
মানববন্ধনে বক্তারা অবৈধ হস্তক্ষেপের নয়টি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো নীতিমালা বহির্ভূত আবেদন অনুমোদনের চাপ, প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগকৃত শিক্ষকদের আবেদন অনুমোদনের চাপ, জাল সনদের আবেদন অনুমোদনের চাপ, নিয়োগ পরীক্ষার ফলাফল শীট ও রেজুলেশনে টেম্পারিং থাকা সত্তে¡ও আবেদন অনুমোদনের চাপ, আবেদন বাতিলের কারণ অনুধাবন না করেই অভিযোগ প্রদানসহ বিভিন্ন উপায়ে অনুমোদনের চাপ, মাউশির নির্দেশনা চাওয়াতে অসন্তুষ্টি, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে জৈষ্ঠতা লংঘনের ভিত্তিহীন অভিযোগ, সফটওয়্যারের নির্ধারিত ধাপে টাকার প্রাপ্যতার পরিমাণ সঠিক তথ্য না স্বত্তে ও অনুমোদনের চাপ, বিধিমোতাবেক আবেদন একাধিকবার বাতিল হলেও সংশোধন ছাড়াই পুনঃদাখিল সংক্রান্ত অপপ্রচার, উপযুক্ত করণে আবেদন বাতিল বা পুনঃদাখিলের নির্দেশনা প্রদানের পর ওইসব আবেদনকারীগণ অভিযোগকারীতে পরিণত হন।
এদিনের মানবন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সায়েদুল হক টিটু, সদস্য আল-আমিন হোসেন, জুবায়ের আলম রাজন, জুয়েল আহমেদ, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, ফারজানা হক, সামিউল ইসলাম সামু, সালাউদ্দিন আহমেদ সোহাগ, পাভেল ইসলাম, রাসেদুল নবী রাবু, আইয়ুব আলী, ইয়াসমিন আরাফাত ইরা, সিকান্দার, বৈশাখী সরকার, সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, হাবিবা খাতুন, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল, ফারহানা আক্তার হেমা, ববি খাতুন, বন্যা খাতুন প্রমুখ।