রাজশাহী মহানগরীর উপশহর নিবাসী ও ১৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার ইমতিয়াজ আহমেদ পার্শি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরতা কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মঙ্গলবার দুপুরে সাবেক কমিশনার মরহুম ইমতিয়াজ আহমেদ পার্শির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেন সাবেক কমিশনার ইমতিয়াজ আহমেদ পার্শি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।