প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ২:৩২ পি.এম
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকীতে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন।
আজ ৮ আগষ্ট ২০২২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়-সহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় জেলা প্রশাসন রাজশাহী'র আয়োজনে সকাল ১০.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ''মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা'' শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.