প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২২, ৬:১৫ পি.এম
পরামর্শক প্রতিষ্ঠানের সাথে রাসিক মেয়রের সভা রাজশাহী মহানগরীর ৫টি প্রস্তাবিত ফ্লাইওভারের নকশা চুড়ান্ত
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় প্রস্তাবিত ফ্লাইওভার এবং ১৯টি অবকাঠামো নির্মাণে পরামর্শক সেবা কাজের অগ্রগতি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে আয়োজিত সভায় পরামর্শক সেবা প্রতিষ্ঠান ডিপিএম ও সার্ম এ্যাসোসিয়েট লিমিটেড নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে নির্মিতব্য ফ্লাইওভারের প্ল্যান ও ডিজাইন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট উপস্থাপন করেন। এ সময় মেয়র মহোদয় প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ পোষণ করেন তিনি। এ সময় তিনি পরামর্শক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দ্রুততম সময়ে কাজ শুরুর নির্দেশ দেন। পরামর্শক প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ কাজের দরপত্র আহবান সম্ভব বলে জানান।
শহীদ কামারুজ্জামান চত্বরের ফ্লাইওভারটি নগরীর শালবাগান হতে শুরু হয়ে অলোকার মোড়ে গিয়ে শেষ হবে। নগরীর উত্তর হতে দক্ষিণে এর ডাবল লেনের এ ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় ৭৮৫ মিটার। এছাড়াও নগরীর বর্ণালী মোড়, বিলসিমলা বন্ধগেট, বহরমপুর রেল ক্রসিং, হড়গ্রাম নতুনপাড়া রেলক্রসিং এলাকায় প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণে প্ল্যান ও ডিজাইন প্রণয়ণ কাজ সম্পন্ন হয়েছে।
সভায় আরো জানান হয়, রাজশাহীতে আন্তর্জাতিক মানের শেখ কামাল কনভেনশন সেন্টার নির্মিত হবে। সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় নগরীর তেরখাদিয়া এলাকায় শেখ কামাল কনভেনশন সেন্টার নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান ভিস্তারা আর্কিটেক লিমিটেড স্থাপত্য নক্সা উপস্থাপন করে। চারতলা বিশিষ্ট এ কনভেনশন সেন্টারে আধুনিক সকল সুযোগ সুবিধাসহ ১২শ আসনের ব্যবস্থা থাকবে। ফলে রাজশাহীতে সকল ধরণের বৃহৎ পরিসরে যেকোন আয়োজন করা সম্ভব হবে। খুব শীঘ্রই কনভেনশন সেন্টার নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হবে। সভায় ২নং ওয়ার্ড কার্যালয়, ভদ্রা পার্কের সৌন্দর্য্যবর্ধনমূলক অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পার্কের সৌন্দর্য্যবর্ধক নানা স্থাপত্যশৈলী নির্মাণ কাঠামোর নক্সা দেখে সন্তোষ প্রকাশ করেন রাসিক মেয়র।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসরাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, পরামর্শক সেবা প্রতিষ্ঠান ডিপিএম এর ডাইরেক্টর এল.এম মোস্তাক ও সার্ম এ্যাসোসিয়েট লিমিটেডের ডাইরেক্টর অপারেশন শেখ মাসুম মোঃ সালাউদ্দিন, জেপিজেড কনসাল্টিং বিডি লিমিটেডের ডাইরেক্টর মোহাম্মদ আলী শামস, ম্যানেজার ডিজাইন মারিয়া হোসেন, ভিস্তারা আর্টিকেট ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা খালীফ পলাশ, জিইএম কনসালটেন্ট টিমলিডার চন্দন কুমার বসাক, জিইএম কনসালটেন্টের টিম লিডার ওয়াহিদ আজাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.