রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাহিরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির লক্ষ্যে গৃহীত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভার শুরুতে বর্তমান পরিষদের ৪র্থ বছর পূর্তিতে নগরজুড়ে পরিকল্পিতভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হওয়ায় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নসহ সকল বিষয়ে এ প্রতিষ্ঠানটিকে কাজ করতে হয়। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মহানগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে হয়। একাজে সুশীল সমাজের প্রতিনিধি, আলেম উলামাসহ সুধীজনদের মতামত নিয়ে এ সকল কাজ করতে চাই। প্রিয় রাজশাহী নগরীকে আরো সুন্দর করতে সকলকে সকলের সহযোগিতা কামনা করছি।
সভায় জানানো হয়, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য বহুতল বিশিষ্ট গৃহনির্মাণ করা হবে। সকল নাগরিক সুযোগ সুবিধায় চকপাড়া এলাকায় স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প প্রণয়ন কাজ এগিয়ে চলেছে। কবরস্থান ও খেলার মাঠ তৈরীর জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ এগিয়ে চলেছে, হযরত শাহ মখদুম রূপোশ (র:) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পে দরগা মাদ্রাসার উন্নয়ন, শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাশয় সংরক্ষণ ও সবুজায়ন প্রকল্প, স্বল্প আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, সিটি হাসপাতালসহ নগর মাতৃসদন এবং ৪টি নগর স্বাস্থ্য কেন্দ্র চালুকরণ, দারুচিনি মার্কেট চালুকরণ, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজ স্থাপন, আরসিসি টেকনিক্যাল ডেভেলপমেন্ট সেন্টার, এবং ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুকরণ, শেখ রাসেল আইসিটি ল্যাব স্থাপন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন, শিরোইল উদ্যান উন্নয়ন, শহীদ জিয়া শিশু পার্ক উন্নয়ন, শেখ রাসেল শিশু পার্ক উন্নয়ন, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেঞ্চ স্থাপন, এ্যানেক্স ভবনের কক্ষ ও ফ্লোর বরাদ্দ, নগর ডিজিটাল সেন্টার স্থাপন, কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টার চালুকরণ, ওলামা কল্যাণ ট্রাস্ট গঠন, প্রান্তিক জনগোষ্ঠির কল্যাণে ব্যাংক গঠন, সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম দরগা মাদ্রাসার অধ্যক্ষ মুফতী শাহাদত আলী, রাবি নবাব আঃ লতিফ হল মসজিদের ইমাম মুফতি মোঃ আইয়ুব আলী, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ তানবিরুল আলম, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাবির অধ্যাপক ড. মুহাম্মদ বারকুল্লাহ বিন দুরুল হুদা, উলামা কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী, নির্বাহী প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, উপসচিব তৈমুর হোসেন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান, স্থপতি গৌরব দে, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম দরগা মাদ্রাসার অধ্যক্ষ মুফতী শাহাদত আলী, রাবি নবাব আঃ লতিফ হল মসজিদের ইমাম মুফতি মোঃ আইয়ুব আলী, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ তানবিরুল আলম, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাবির অধ্যাপক ড. মুহাম্মদ বারকুল্লাহ বিন দুরুল হুদা, উলামা কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী, নির্বাহী প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, উপসচিব তৈমুর হোসেন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান, স্থপতি গৌরব দে, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#