প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ১২:৩৭ এ.এম
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ভাষা সৈনিক কাজী এবাদুল হক আর নেই
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ভাষা সৈনিক কাজী এবাদুল হক ইন্তেকাল করেছেন।
১৫ জুলাই রাত ১২:১০ মিনিটে ঢাকা শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন।
বিচারপতি কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান থাকেন। কাজি এবাদুল হক বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব থাকাকালীন তিনি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন বিশিষ্ট ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন, তার স্ত্রীও অধ্যাপক শরিফা খাতুন ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার কন্যা বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।
ভাষা সৈনিক কাজী এবাদুল হকের মৃত্যু বাংলাদেশ জাতি একজন শৎ ও দেশ প্রেমিক ব্যক্তিকে হারালো এ ক্ষতিপূরণের নয়।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.