খরিপ ২/২০২১-২০২২ অর্থ বছরে রোপা আমন মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হয়। ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে উপশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বিআরডিবি অফিসার সুলতানা নাসরিন, যুব উন্নয়ন অফিসার আবু বক্কার সিদ্দিক, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ, সাংবাদিক সোহরাব হোসেন মুন্সি, উপসহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, পিন্টু মল্লিক, শিবানন্দ রায় প্রমুখ। এ সময় উপজেলায় ১২ শ কৃষকে ৫ কেজি ব্রি ৮৭ ধানের বীজ ও ১০ কেজি করে ডিওপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করেন।
বটিয়াঘাটায় কৃষি দপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ।
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- ২৬৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ