প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২২, ৩:৩৫ পি.এম
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ একাডেমীর র্যালী
বাংলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পুলিশ একাডেমী। গতকাল শনিবার সকাল ৯টার সময় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল এডিশনাল ইন্সপেক্টর জেনারেল আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম এর নেতৃত্বে একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একাডেমীর ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বাজার গেটের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ শেষে পুলিশ একাডেমী প্যারেড গ্রাউন্ডে মিলিত হয়।
অনুষ্ঠানটি সামনে রেখে একাডেমীর সারদার ভিআইপি প্রবেশ গেইট, বাজার গেইট, প্রিন্সিপাল অফিস, নতুন একাডেমী ভবন প্যারেড গ্রাউন্ডে ড্রপ ডাউন ব্যানার দ্বারা সজ্জিত করা হয়।
অনুষ্ঠান শেষে একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টি বতরণ করেন।
সকাল ১০ টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সারকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষে ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ড হতে বড় পর্দায় সকলের জন্য প্রদর্শিত হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে পুলিশ একাডেমী সারদার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.