প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ৩:৪৭ পি.এম
রামেক হাসপাতালে আগুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি নাহলেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে।
জানা যায়, মঙ্গলবার (২১ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩১ ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক শটসার্কিট এই আগুনের সূত্রপাত হয়।
বিদ্যুতের লোড নিতে না পারায় ফিডার বক্সে শট সার্কিটের কারনে আগুন লেগে যায়। এতে করে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আগুন লাগার ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার বৈদ্যুতিক তার গুলো পুড়ে গেছে। আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তার কাজটি করছি বলে জানান।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.