প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ২:৩৩ পি.এম
সাংবাদিকতায় এসে কেউ সাংঘাতিক হতে পারবে না’
বাংলদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের নিতিমালা মেনেই কাজ করতে হবে। সাংবাদিকতার পেশায় এসে কেউ সাংঘাতিক হতে পারবে না। এগুলোর কোনো সুযোগ নেই।
সোমবার রাত ৮টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজ) কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় আরইউজের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।
নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশে এখন চাওয়ালা, গাড়িচালকরাও সাংবাদিক। এটা চলতে পারে না। আমারা ইতিমিধ্যে পিআইবি ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছি। পিআইপি টেলিভিন ও আনলাইনদের তালিকা করবে। আমা প্রিন্ট মিডিয়াদের তালিকার করবো। সাংবাদিকদের নীতিমলা মেনেই কাজ করতে হবে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিককে অন্তত গ্রাজুয়েশনধারী হতে হবে। তবে অন্তত ৫ বছর কোন মূল ধারার সংবাদপত্রের সাথে কাজ করলে তার জন্য শিথিলযোগ্য। প্রতিটি তালিকা ডিসি অফিস, সাংবাদপত্র থেকে নেওয়া হবে। এবং সেগুলো আবার যাচাই বাছাই করেই সাংবাদিকদের পরিচায়পত্র দেওয়া হবে। এই ধারা প্রতি ৬ মাস অন্তর অন্তর তদন্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, প্রবীণ সংবাদিক মস্তাফিজুর রহমন আলম, সহসভাপতি তৈবুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল, রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সময় টিভির সাইফুর রহমান রকি ,দৈনিক সমাচার আবুল কালাম আজাদসহ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন ।
এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে আরইউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা সারক তুলে দেওয়া হয়।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.