প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২২, ৩:২৬ পি.এম
পবায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
রাজশাহীর পবায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা'র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের (সাবেক) তথ্য সচিব মো. মহিবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার মো. মনিরুল ইসলাম, সাব-রেজিস্ট্রার রওশন আরা বেগম।
বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার সুলতানুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, গোলাম মোস্তফা, সাইদ আলী মুর্শেদ, রফিকুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.