ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

 রাজশাহী মহানগরের বিভিন্ন স্থানে রাতে গরিব ,দুখী,এবং ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করেন  যুবনেতা এস,এম,তৌহিদ (দুর্লভ)। 

নববানী নিউজ ডেস্ক

সোমবার (৩০ মে) সন্ধ্য থেকে রাজশাহীর রেলওয়ে স্টেশন , সাহেব বাজার,দরগাহ সহ আরো কিছু স্থানে গরীব অসহায়দের মাঝে খাদ্য তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সাফল্যসহ দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই সময় সাবেক রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও  যুবনেতা এস,এম,তৌহিদ ( দুর্লভ ) বলেন  নিজ উদ্দ্যগে ছোট আকারে যতোটুকু তিনি পেরেছেন তা সকলের মাঝে হাতে তুলে দিতে পেরে তিনি মন থেকে শান্তি অনুভব করছেন। তিনি আরো বলেন তার নেতা রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন ভাই সব সময় জিয়া পরিবারের জন্য নিবেদিত প্রান। এবং  তার অনুপ্রেরণায় এই সব কাজ তার কমীরা করে যাচ্ছে। তিনি কমীদের সব সময় বলেন গরীব অসহায় মানুষদের মুখে এক বেলা খাবার তুলে দিতে পারলে আল্লাহ তাদের দুয়া কবুল করেন। দুয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সাফল্যসহ দেশের কল্যাণ হোক।
খাদ্য বিতরনে উপস্থিত ছিলো রাজশাহী বোয়ালিয়া থানা পূবের সদস্য উদার জাহান আরো উপস্থিত ছিলো বিকাশ,সাকিব ,সাগর, জয় ,সৌরভ,সানজিদ পিয়াস,সিফাত,যুবায়ের,রবিন,সহ আরো অনেক ছাত্র নেতারা
জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

 রাজশাহী মহানগরের বিভিন্ন স্থানে রাতে গরিব ,দুখী,এবং ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করেন  যুবনেতা এস,এম,তৌহিদ (দুর্লভ)। 

আপডেট সময় ০১:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
সোমবার (৩০ মে) সন্ধ্য থেকে রাজশাহীর রেলওয়ে স্টেশন , সাহেব বাজার,দরগাহ সহ আরো কিছু স্থানে গরীব অসহায়দের মাঝে খাদ্য তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সাফল্যসহ দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই সময় সাবেক রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও  যুবনেতা এস,এম,তৌহিদ ( দুর্লভ ) বলেন  নিজ উদ্দ্যগে ছোট আকারে যতোটুকু তিনি পেরেছেন তা সকলের মাঝে হাতে তুলে দিতে পেরে তিনি মন থেকে শান্তি অনুভব করছেন। তিনি আরো বলেন তার নেতা রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন ভাই সব সময় জিয়া পরিবারের জন্য নিবেদিত প্রান। এবং  তার অনুপ্রেরণায় এই সব কাজ তার কমীরা করে যাচ্ছে। তিনি কমীদের সব সময় বলেন গরীব অসহায় মানুষদের মুখে এক বেলা খাবার তুলে দিতে পারলে আল্লাহ তাদের দুয়া কবুল করেন। দুয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সাফল্যসহ দেশের কল্যাণ হোক।
খাদ্য বিতরনে উপস্থিত ছিলো রাজশাহী বোয়ালিয়া থানা পূবের সদস্য উদার জাহান আরো উপস্থিত ছিলো বিকাশ,সাকিব ,সাগর, জয় ,সৌরভ,সানজিদ পিয়াস,সিফাত,যুবায়ের,রবিন,সহ আরো অনেক ছাত্র নেতারা