ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে নতুন জাতের আমের সন্ধান,  নাম “বাঘাশাহী”

নববানী নিউজ ডেস্ক

 রাজশাহীর বাঘা উপজেলায় এবার নতুন জাতের এক আমের সন্ধান মিলেছে। উৎপত্তিস্থল বাঘা ও জেলা রাজশাহীর সঙ্গে মিলিয়ে কৃষি বিভাগ এই আমের নামকরণ করতে চাইছে ‘বাঘাশাহী’ হিসেবে। ইতিমধ্যে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ।
এই আম আম্রপালি আমের মতো দেখতে। এর কোন আঁশ নেই। আটি ছোট। পাল্পের পরিমাণ অনেক বেশি। অন্যান্য আম পাকার পরে ৩-৪ দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। কিন্তু ‌এ আম পাকার ৭-৮ দিন পর্যন্ত ভালো থাকে। এ আম পাকার পরে খুব আকর্ষণীয় রং ধারণ করে। এ আমের ডাটা অন্য আমের চেয়ে শক্ত। এ আম প্রতি বছর গাছে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেনের দাবি, দেশে উন্নত জাতের যেসব আম এখন আছে, তার চেয়েও মিষ্টতা বেশি বাঘাশাহীর। আছে নিজস্ব সুঘ্রাণও। মোজদার হোসেন এই আম সংগ্রহ করে গতকাল বুধবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে উপহার দিয়েছেন। এসপি এই আমের প্রশংসা করেছেন।
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে নতুন জাতের আমের সন্ধান,  নাম “বাঘাশাহী”

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
 রাজশাহীর বাঘা উপজেলায় এবার নতুন জাতের এক আমের সন্ধান মিলেছে। উৎপত্তিস্থল বাঘা ও জেলা রাজশাহীর সঙ্গে মিলিয়ে কৃষি বিভাগ এই আমের নামকরণ করতে চাইছে ‘বাঘাশাহী’ হিসেবে। ইতিমধ্যে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ।
এই আম আম্রপালি আমের মতো দেখতে। এর কোন আঁশ নেই। আটি ছোট। পাল্পের পরিমাণ অনেক বেশি। অন্যান্য আম পাকার পরে ৩-৪ দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। কিন্তু ‌এ আম পাকার ৭-৮ দিন পর্যন্ত ভালো থাকে। এ আম পাকার পরে খুব আকর্ষণীয় রং ধারণ করে। এ আমের ডাটা অন্য আমের চেয়ে শক্ত। এ আম প্রতি বছর গাছে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেনের দাবি, দেশে উন্নত জাতের যেসব আম এখন আছে, তার চেয়েও মিষ্টতা বেশি বাঘাশাহীর। আছে নিজস্ব সুঘ্রাণও। মোজদার হোসেন এই আম সংগ্রহ করে গতকাল বুধবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে উপহার দিয়েছেন। এসপি এই আমের প্রশংসা করেছেন।