প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৭:০০ পি.এম
পবার হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (২৮ মে) সকালে হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উক্ত বাজেট সভায় হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
উল্লেখ্য, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা ২ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার ২০০ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী বলেন, ইউনিয়নের কোন উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়নবাসীর জানার অধিকার আছে। ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করাই সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাই হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হলো।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আ. হালিম, কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জাইদুর রহমান, ইউপি সদস্য মগরেব আলী, ইসাহাক আলী, আলনোমান, সেলিম, মজিবুর, আশরাফুল, আরিফ, ওবাইদুল , শহিদুল , মেরিনা, শিলা, লাভলী ও ডিজটাল সেন্টারের উদ্যোক্তা জিয়াউল হক।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.