প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৫:০৮ পি.এম
৬ জুন থেকে রাজশাহীতে মুজিব শতবর্ষ গোল্ডকাপ টি-২০ বসবে আসর
রাজশাহীতে মুজিব শতবর্ষ গোল্ডকাপ টি-২০ শুরু হচ্ছে আগামী ৬ জুন। রাজশাহী ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ও রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ আসর বসতে যাচ্ছে।
এ উপলক্ষে শনিবার (২৮ মে) বিকেলে রাজশাহী নগর ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান টুর্নামেন্টের সদস্য শেখ মামুন ডলার।
তিনি জানান, এবারের খেলায় ৬টি দল অংশ নেবে; শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, সেস্টিনেলস, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ন্যাশনটেক ক্রিকেটার্স ও ফাইটার রাজশাহী। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে। ৬টি দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে একে আপরের সঙ্গে খেলবে।
তিনি আরও জানান, এবারের টুর্নামেন্টে ১৪৬ জন প্লেয়ার ড্রাফটে রেজিস্ট্রেশন করেছে। প্রতিটি দলে স্থানীয় কোটায় ১৬ জন ও ফরেন কোটায় দু’জন করে প্লেয়ার নিতে পারবে। রাজশাহী ছাড়া সব জেলার খেলোয়াড় এ ফরেন কোটার মধ্যে পড়বে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির মিডিয়া আহ্বায়ক কবীর তুহিন, সদস্য মিজানুর রহমান, শাহজাদা হোসেন প্রমূখ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.