আগামীকাল শক্রবার (২০ মে) ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’Metrology in the Digital Era ।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে আগামী রবিবার (২২ মে) সকাল এগারো’টায় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সম্মেলন কক্ষে ‘ডিজিটাল যুগে পরিমাপ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করবেন ।
এছাড়াও দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারনার জন্য রাজশাহী মহানগরীসহ বিভাগের সকল জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টানানো হয়েছে। রাজশাহী বিভাগের সকল জেলায় এ দিবসটি উদ্যাপনের অনুরোধ জানিয়ে বিশ্ব মেট্রোলজি দিবসের পোষ্টার ও Message সহ জেলা প্রশাসকগণ বরাবর অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে। ##