ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এমপিকে দাওয়াত না দেওয়ায় ডিসির অপসারণ দাবি

ফাইল ছবি

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১১ মে) দুপুর ১২টায় তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা প্রশাসক ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তাদের অপসারণ দাবি করেন।

আকস্মিক এই মিছিলের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতারা অভিযোগ করে বলেন, সোমবার (৯ মে) আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন এবং পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধনীসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সামছুল আলম দুদুকে জেলা প্রশাসকের ইশারায় অতিথি করা হয় না। আর এই ক্ষোভেই তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন।

জনপ্রিয় সংবাদ

এমপিকে দাওয়াত না দেওয়ায় ডিসির অপসারণ দাবি

আপডেট সময় ০৭:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১১ মে) দুপুর ১২টায় তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা প্রশাসক ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তাদের অপসারণ দাবি করেন।

আকস্মিক এই মিছিলের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতারা অভিযোগ করে বলেন, সোমবার (৯ মে) আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন এবং পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধনীসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সামছুল আলম দুদুকে জেলা প্রশাসকের ইশারায় অতিথি করা হয় না। আর এই ক্ষোভেই তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন।