পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বেলপুকুর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে কম্পাউন্ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সমাজসেবক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের উপ- পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিহার জোনের এডিসি একরামুল হক, মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি মাদক নির্মূলে স্থানীয় জন প্রতিনিধিসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ডসহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবে না।
এসময় বেলপুকুর থানাধীন ৯ টি ওয়ার্ডের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের অভিযোগ ও বক্তব্য তুলে ধরেন।