রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আরসিআরইউ কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কার্যালয়ে সামনে আরসিআরইউ’র প্রয়াত দুই সদস্য মৌলি আরমান ও ইষিতা পারভিনসহ আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সদস্যদের উৎস্বর্গ করে বৃক্ষরোপণ করা হয়। পরে কলেজের অডিটোরিয়ামে ইফতার মাহফিলে যোগ দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরসিআরইউ’র সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, আরসিআরইউ’র উপদেষ্টা ড. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সিনিয়র সাংবাদিক শ. ম. সাজু, গোলাম রাব্বানী, মওদুদ রানা, রিমন রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, এম ওবাইদুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য রাকিবুল হাসান রাজিব, ফারিহা রহমান আন্নি প্রমুখ।