ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেয়ালে “জয়বাংলা” লিখনের অভিযোগে ১০ জন আটক

দেয়াল লিখনের অভিযোগে রাজশাহীর বাগমারায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি)দিবাগত গভির রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ রাতের আঁধারে দেয়ালে আওয়ামী লীগের কথিত জাতীয় স্লোগান “জয়বাংলা” লেখার বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়ে তাদের আটক করা হয়ছে।

জানাগেছে,গত বৃহস্পতিবার রাতে জেলার বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়।

পরদিন শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে স্থানীয়দের। এরপর বিএনপি ও যুবদল এই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিনধরে মিছিল ও সমাবেশ করে আসছিলেন।

৪ জানুয়ারি শনিবার গভির রাতে পুলিশের একটি দল উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালায়। সেখান থেকে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউপির সাবেক সদস্য আবু বাক্কার (৫৫) ও আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) আটক করে পুলিশ।

এ ছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে পুলিশ। তারা হলেন- বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক ওরফে রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে গত ৫ আগস্ট উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে। ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ জানুয়ারি (রোববার) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান, আলোচনায় কী?

দেয়ালে “জয়বাংলা” লিখনের অভিযোগে ১০ জন আটক

আপডেট সময় ০৫:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

দেয়াল লিখনের অভিযোগে রাজশাহীর বাগমারায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি)দিবাগত গভির রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ রাতের আঁধারে দেয়ালে আওয়ামী লীগের কথিত জাতীয় স্লোগান “জয়বাংলা” লেখার বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়ে তাদের আটক করা হয়ছে।

জানাগেছে,গত বৃহস্পতিবার রাতে জেলার বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়।

পরদিন শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে স্থানীয়দের। এরপর বিএনপি ও যুবদল এই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিনধরে মিছিল ও সমাবেশ করে আসছিলেন।

৪ জানুয়ারি শনিবার গভির রাতে পুলিশের একটি দল উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালায়। সেখান থেকে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউপির সাবেক সদস্য আবু বাক্কার (৫৫) ও আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) আটক করে পুলিশ।

এ ছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে পুলিশ। তারা হলেন- বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক ওরফে রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে গত ৫ আগস্ট উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে। ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ জানুয়ারি (রোববার) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছ।