ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাজা দরবেশ মাওলা (রহ.) এর গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনায় সংবর্ধনা, শুকরিয়া ও দোয়া মাহফিল

গত ৪ঠা জানুয়ারী ২০২৫ইং চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আবু বকর ছিদ্দীক (রা.) এর বংশধর মাওলানা জালালুদ্দীন রূমি (রহ.) এর অধঃস্তন পুরুষ হযরত আলী রজা কানু শাহ্ (রহ.) এর ৫ম পুরুষ খাজা দরবেশ মাওলা (রহ.) এর গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনায় সংবর্ধনা, শুকরিয়া ও দোয়া মাহফিল গ্রন্থটির সম্পাদক মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। গ্রন্থটির পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন ‘যে জাতি তার ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি ভুলে যায় সেই জাতির অস্তিত্ব বিলিন হয়ে যায়। এই বাস্তবতা উপলব্ধি করেই এই গ্রন্থটির বহিঃপ্রকাশ। আমরা আশা করি এই গ্রন্থের মাধ্যমেই আলী রজা কানু শাহ্ (রহ.) ঘরানার সূফি সাহিত্যিক ধারা এগিয়ে যাবে।’ শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাছেরুল হক চিশতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলীর ড. সেলিম জাহাঙ্গীর, ড. মুফতি নুর হোসাইন, ড. আবদুল আজীম শাহ্, সহযোগী সম্পাদক- ড. ওসমান মেহেদী, ড. নুরুন্নবী আযহারী, ড. নিজামউদ্দিন জামি ড. শেখ সাদী, মুফতি শাঈখ উছমান গনী। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সফিউল গনী, প্রফেসর এমরান, আবু সালেহ ও খাজা ওসমান ফারুকী সহ দেশবরেণ্য শিক্ষাবিদ গবেষক ও সাংবাদিক প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফসহ বিভিন্ন দরবার ও সিলসিলার পীর মাশায়েখগণ। মাওলানা আবদুর রহমান ও মোহাম্মদ আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পীরজাদা এনামুল হক (মা.জি.আ) এর মোনাজাতে সমাপ্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান, আলোচনায় কী?

খাজা দরবেশ মাওলা (রহ.) এর গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনায় সংবর্ধনা, শুকরিয়া ও দোয়া মাহফিল

আপডেট সময় ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

গত ৪ঠা জানুয়ারী ২০২৫ইং চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আবু বকর ছিদ্দীক (রা.) এর বংশধর মাওলানা জালালুদ্দীন রূমি (রহ.) এর অধঃস্তন পুরুষ হযরত আলী রজা কানু শাহ্ (রহ.) এর ৫ম পুরুষ খাজা দরবেশ মাওলা (রহ.) এর গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনায় সংবর্ধনা, শুকরিয়া ও দোয়া মাহফিল গ্রন্থটির সম্পাদক মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। গ্রন্থটির পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন ‘যে জাতি তার ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি ভুলে যায় সেই জাতির অস্তিত্ব বিলিন হয়ে যায়। এই বাস্তবতা উপলব্ধি করেই এই গ্রন্থটির বহিঃপ্রকাশ। আমরা আশা করি এই গ্রন্থের মাধ্যমেই আলী রজা কানু শাহ্ (রহ.) ঘরানার সূফি সাহিত্যিক ধারা এগিয়ে যাবে।’ শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাছেরুল হক চিশতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলীর ড. সেলিম জাহাঙ্গীর, ড. মুফতি নুর হোসাইন, ড. আবদুল আজীম শাহ্, সহযোগী সম্পাদক- ড. ওসমান মেহেদী, ড. নুরুন্নবী আযহারী, ড. নিজামউদ্দিন জামি ড. শেখ সাদী, মুফতি শাঈখ উছমান গনী। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সফিউল গনী, প্রফেসর এমরান, আবু সালেহ ও খাজা ওসমান ফারুকী সহ দেশবরেণ্য শিক্ষাবিদ গবেষক ও সাংবাদিক প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফসহ বিভিন্ন দরবার ও সিলসিলার পীর মাশায়েখগণ। মাওলানা আবদুর রহমান ও মোহাম্মদ আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পীরজাদা এনামুল হক (মা.জি.আ) এর মোনাজাতে সমাপ্ত হয়।