কমিউনিটি পুলিশিং এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (BRPOWA) এর পক্ষ থেকে "এস এম আহসান স্মৃতি" পুরস্কার পেলেন ঢাকা জেলার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২৮ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত ৪১ তম বার্ষিক সাধারণ সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম-বিপিএম-সেবা (বার) ওসি মোহাম্মদ জুয়েল মিঞার হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন।
এ সময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী-বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি।