সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক চলমান মামলা হামলার প্রতিকারসহ উদ্ভূত পরিস্থিতিতে বিএসসি’র উদ্যোগে সাংবাদিকদের করণীয় নির্ধারণে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৯ টা থেকে রাত পৌণে একটা পর্যন্ত পৌণে চার ঘন্টা ধরে চলা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র ওই ভার্চুয়াল মিটিংয়ে সারাদেশ থেকে ৩০ জন সাংবাদিক নেতা বক্তব্য রাখেন।
বিএসসি’র আহবায়ক, একুশে টিভির সাংবাদিক এম রায়হানের সভাপতিত্বে এতে ‘মুখ্য আলোচক’ ছিলেন বিএসসির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন।
সভায় বিএসসি’র পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে কয়েক দফা প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি সহসাই বিএসসি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করে সাংবাদিকদের ওপর মামলা হামলা বন্ধে এসব সুপারিশমালাসহ স্মারকলিপি প্রদানেরও সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ মিটিংয়ের সঞ্চালনায় ছিলেন বিএসসির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপু।