ভারতের সহযোগিতায় শেখ হাসিনার সকল গুম খুনের সাথে জড়িত, তার বিচার হবেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহম্মেদ।আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ একথা বলেন তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, ভারত ছাড়া আর কোন দেশ শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। ঘোলা পানিতে যারা মাছ শিকার করতে চান, যাদের ভোটের হিসাব বেশি না তারা দু একটি দল সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। এটা মানুষ মেনে নেবে না। জনপ্রত্যাশা জনআকাঙ্খার বাইরে গিয়ে অন্তবর্তকালীন সরকার কাজ করলে দেশের মানুষ তা মানবে না।
রিজভী বলেন, এখনও চালের দাম কমেনি, চিনি, আলুর দাম কমেনি। আলুর মৌসুমে আমাদের আমলে ৩-৪ টাকা দরে আলু বিক্রি হতো। শেখ হাসিনার কারণে ভারত থেকে আলু আমদানি করতে হয়েছে। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ৫ই মে রাতে শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনও পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে শুরু হওয়া কর্মী সমাবেশ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এড. রুহুল কবীর রিজভী আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, এ্যাড. সৈয়দ শাহীন শওকত , সাংগঠনিক সম্পাদক, বিএনপি রাজশাহী বিভাগ, মোঃ রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি
আলহাজ্ব কাজী মাও: মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও ওলামা দল রাজশাহী জেলা আহবায়ক মোঃ তাজ উদ্দিন খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক মোঃ আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপি আহবায়ক এ্যাড মোঃ এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির যুগ্মআহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন।