টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। ওলামা মাশায়েখ, তাবলিগী সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুইপাশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২ হাজার তাবলিগী জনতা অংশ নেয়।
মানববন্ধনে মাওলানা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি ওলিইল্লাহ সিদ্দিক, মাওলানা মুফতি ফিরোজ আহমেদ, মাওলানা জামিল হোসেন, মাওলানা রেদওয়ানুল্লাহ, মাওলানা হারুনও হাফিজুর রহমান সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় চারজন শহীদ ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে হামলাকারীদের দ্রæত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি ও সাদ পন্থীদের কর্মকান্ডের নিষিদ্ধের দাবী জানানো হয়।