প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:১১ পি.এম
মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে ১ জন নি’হ’ত !
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড় টার দিকে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লি: কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
কারখানা ও স্থানীয় সুত্রে জানাযায়, এখানে বাটন তৈরি করা হতো। দুপুর দেড়টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ওকার ও খানার রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারখানার ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম কতক্ষণ পর পর বিকট শব্দে বিস্ফোরণ হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে চারটি ইউনিট এসে যোগদেয়। এ ঘটনায় কারখানার ম্যানেজার আ: রহমান আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, দুপুর একটা চল্লিশ মিনিটে আমারা আগুণ লাগার সংবাদ পাই। মাওনা ফায়ার সার্ভিসের দুটি, রাজেন্দ্রপুরের দুইটি, গাজীপুরের তিনটি ইউনিট সহ মোট ৭টি ইউনিট আগুণ নিয়ন্ত্রনে কাজ করছে। আগুনে এখনো পর্যন্ত এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। আগুণের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান নিশ্চিত কাজ করছে ফায়ার সার্ভিস।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.