সন্দ্বীপ পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা বুধবার (১৮ ডিসেম্বর) সন্দ্বীপ উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল কবির রিপন তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন দিদার।
সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুগ্ন আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকের হোসেন বিপুল, আকতার হোসেন, মোঃ মাইনউদ্দিন, সাইফুর রহমান শামীম, এস এম মাহবুব আলম শিমুল, সাবেক কমিশনার নাজিম উদ্দিন, সোহেল রানা আকবর, ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফ উদ্দিন কবির শিমুল, ছাত্রদলের আহবায়ক মনির হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ খোকন প্রমুখ।
সভা শুরুর প্রাক্কালে সভায় উপস্থিত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রায় সকল বক্তা বিভিন্ন অনিয়মের উপর জোরালো বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রস্তুতি স্বরুপ আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৩টায় সন্দ্বীপ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মী সভা পৌরসভা মার্কেট চত্বরে করার সিদ্ধান্ত গৃহিত হয়। এরপর পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে কর্মী সভা হবে।