মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানা মেদেনী মন্ডল ইউনিয়ন আওয়ামীলিগের নেতা এখন মুখুশ খুলে বিএনপিতে যোগদান তাকে মদত দিচ্চেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুবদল নেতা আব্দুস সালাম মোল্লা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সৈরাচারী আওয়ামীলীগ সরকার শেখ হাসিনা ৫ই আগস্ট ২০২৪ সালে পতনের পর তৎকালিন মেদেনী মন্ডল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান সৈরাচার সরকারের দোসর হ্ওয়া স্বত্বেও আব্দুস সালাম মোল্লার আশ্রয়ে আবারও আব্দুস সালাম মোল্লার সহযোগী হইয়া চাঁদাবাজি শুরু করে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজি একই চক্রে অব্যাহত থাকায় আওয়ামীলীগের রেখে যাওয়ার শুন্যতা দ্রুত পূরণ করেছে ও উদ্দেগজনক ভাবে আশরাফ হোসেন খান সহ অনেক সাবেক আওয়ামীলীগ কর্মীরা র্নিবিঘ্নে আনুগত্য পরিবর্তন করে বি.এন.পিতে যোগদান করে নতুন রাজনীতির ছক্রছায়া সৈরাচারী সরকারের ন্যায় চাঁদাবাজি, রাহাজানি করে আসছে। বিএনপির যুবদল মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, শফিকুল আলম উত্তর মেদেনী মন্ডলে লৌহজং এর বিশিষ্ট ব্যবসায়ীর স্ত্রী সুমাইয়া আক্তারকে ব্যবসা করিলে মোটা অংকের চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়ে আসছেন, যদি না দেয় ৫ই আগস্ট এর মামলার মত পুলিশ দিয়ে মামলা ও হামলা করিবেন। উক্ত ভুক্তভোগী পরিবার বর্তমানে যুবদল নেতা আব্দুস সালাম মোল্লার লোকদের দ্বারা পারিবারিক ও সামাজিক ভাবে ভয়ভীতিতে রহিয়াছে সংবাদ দাতা আরও জানান যে, চাদা ও হামলার ভয়ে সুমাইয়া আক্তারের স্বামী দেশ ত্যাগ করিতে বাধ্য হন।
“মুন্সিগঞ্জের লৌহজং এর ইউনিয়ন আওয়ামীলিগ এর নেতা বিএনপিতে যোগ দিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী এ যেন দেখার কেহ নাই”
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১২:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- ৪ বার পড়া হয়েছে