ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে সাভারে ছাত্র-জনতার মানববন্ধন 

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সুত্রে জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ইতিমধ্যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। এরই প্রতিবাদে সোমবার (১১ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছাত্র-জনতা তাদের ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন। তারা বলেন এই

“অন্তর্বর্তী সরকারকে বিদেশীদের কাছে দেশ বিক্রির কোন অধিকার দেওয়া হয়নি”

এসময় তারা বিভিন্ন দাবিতে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক (সাঃ) এবং হযরত আহলু বাইত শরীফ (আঃ) উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানি করলে শরিঈ মোতাবেক শাস্তির আইন রাখতে হবে। পাঠ্যক্রমে নুরে মুসজাসাম হাবীবুল্লাহ হজুর পাক (সাঃ) এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ (আঃ) উনাদের জীবনী মুবারক অন্তর্ভুক্তকরণ ও দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রনয়ন এবং কুফরি আইন পাস না করা সহ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোন অফিস স্থাপন না করতে দেওয়ার আহবান জানিয়ে ১৪ দফা দাবি পেশ করেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। মানববন্ধন থেকে আরও যে দাবীগুলোর জানানো হয়, দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার ঊর্ধ্বগতি হ্রাস করতে হবে, মূল্য বা খরচ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। পাহাড়ে উপজাতিদের আদিবাসী বলা যাবে না, উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র দমন করতে হবে, পাহাড়ে কথিত রাজার শাসনের অবসান ঘটাতে হবে, সারাদেশে একই আইনের শাসন চলবে, পার্বত্য এলাকায় ভিন্ন আইন চলবে না। নারিকেল জিঞ্জিরা দ্বীপ ভ্রমণের সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। হিন্দুত্ববাদ ও ভারতসহ বিদেশী রাষ্ট্র তোষণ বন্ধ করতে হবে, ফিলিস্তিন ভারত সহ পৃথিবীর যে প্রান্তেই মুসলিম নির্যাতন হবে সরকারকে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করতে হবে, নির্যাতিত মুসলমানদের সহযোগিতার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকার নামে মেয়েদের বন্ধাত্ব তৈরি করা যাবেনা। বাসা বাড়িতে নতুন গ্যাস সংযোগ দিতে হবে, অবৈধ সংযোগগুলোকে বৈধভাবে সংযুক্ত করলে রাষ্ট্রীয় আয়ও বাড়বে। পলিথিন নিষিদ্ধ নয়, রিসাইক্লিং পদ্ধতি চালু করতে হবে। নদী ও সাগরে মাছ ধরার উপর কোনরূপ নিষেধাজ্ঞা দিয়ে জেলেদের রুটি রুজির উপর আঘাত দেওয়া চলবে না। ভারত থেকে পাথর আমদানি বন্ধ করতে হবে, দেশের প্রয়োজনীয় বালি-পাথর দেশের উৎস থেকেই উত্তোলন করতে হবে, এজন্য বাংলাদেশের পাথর ও বালির উত্তোলনে কোন নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং মুসলমানদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না।

 

এসময় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার আহবায়ক মোঃ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে সাভারে ছাত্র-জনতার মানববন্ধন 

আপডেট সময় ১১:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সুত্রে জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ইতিমধ্যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। এরই প্রতিবাদে সোমবার (১১ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছাত্র-জনতা তাদের ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন। তারা বলেন এই

“অন্তর্বর্তী সরকারকে বিদেশীদের কাছে দেশ বিক্রির কোন অধিকার দেওয়া হয়নি”

এসময় তারা বিভিন্ন দাবিতে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক (সাঃ) এবং হযরত আহলু বাইত শরীফ (আঃ) উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানি করলে শরিঈ মোতাবেক শাস্তির আইন রাখতে হবে। পাঠ্যক্রমে নুরে মুসজাসাম হাবীবুল্লাহ হজুর পাক (সাঃ) এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ (আঃ) উনাদের জীবনী মুবারক অন্তর্ভুক্তকরণ ও দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রনয়ন এবং কুফরি আইন পাস না করা সহ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোন অফিস স্থাপন না করতে দেওয়ার আহবান জানিয়ে ১৪ দফা দাবি পেশ করেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। মানববন্ধন থেকে আরও যে দাবীগুলোর জানানো হয়, দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার ঊর্ধ্বগতি হ্রাস করতে হবে, মূল্য বা খরচ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। পাহাড়ে উপজাতিদের আদিবাসী বলা যাবে না, উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র দমন করতে হবে, পাহাড়ে কথিত রাজার শাসনের অবসান ঘটাতে হবে, সারাদেশে একই আইনের শাসন চলবে, পার্বত্য এলাকায় ভিন্ন আইন চলবে না। নারিকেল জিঞ্জিরা দ্বীপ ভ্রমণের সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। হিন্দুত্ববাদ ও ভারতসহ বিদেশী রাষ্ট্র তোষণ বন্ধ করতে হবে, ফিলিস্তিন ভারত সহ পৃথিবীর যে প্রান্তেই মুসলিম নির্যাতন হবে সরকারকে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করতে হবে, নির্যাতিত মুসলমানদের সহযোগিতার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকার নামে মেয়েদের বন্ধাত্ব তৈরি করা যাবেনা। বাসা বাড়িতে নতুন গ্যাস সংযোগ দিতে হবে, অবৈধ সংযোগগুলোকে বৈধভাবে সংযুক্ত করলে রাষ্ট্রীয় আয়ও বাড়বে। পলিথিন নিষিদ্ধ নয়, রিসাইক্লিং পদ্ধতি চালু করতে হবে। নদী ও সাগরে মাছ ধরার উপর কোনরূপ নিষেধাজ্ঞা দিয়ে জেলেদের রুটি রুজির উপর আঘাত দেওয়া চলবে না। ভারত থেকে পাথর আমদানি বন্ধ করতে হবে, দেশের প্রয়োজনীয় বালি-পাথর দেশের উৎস থেকেই উত্তোলন করতে হবে, এজন্য বাংলাদেশের পাথর ও বালির উত্তোলনে কোন নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং মুসলমানদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না।

 

এসময় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাভার আশুলিয়ার সচেতন ছাত্র-জনতার আহবায়ক মোঃ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।