পবিত্র রমজান মাসে উচ্চমূল্যে দুধ কিনে খাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে খাঁটি এক লিটার দুধ যদি ১০ টাকায় পাওয়া যায়, তবে তো কথাই নেই।
অবিশ্বাস্য মনে হলেও নিম্ন আয়ের মানুষের জন্য রমজান মাসজুড়ে এমন সুযোগ তৈরি করে দিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা এরশাদ উদ্দিন। তিনি দেশের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী।
ঢাকার ব্যবসায়ী, বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ উদ্দিন দুই বছর আগে তার গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন গরুর খামার। সেখানে ৩০০ গরুর মধ্যে ১৫টি গাভি। এসব গাভি থেকে দৈনিক ৫০-৬০ লিটার দুধ পাওয়া যায়।
এরশাদ উদ্দিন তার খামার থেকে রমজান মাসজুড়ে ১০ টাকা কেজি দরে এক হাজার লিটার দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন খামার থেকে জনপ্রতি এক লিটার করে ৩০ জনের মধ্যে দুধ বিক্রি করা হবে।
এরশাদ উদ্দিন জানান, বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয় ৫০-৬০ টাকায়। রমজানে দুধের চাহিদা বেড়ে যায়। কিন্তু সেটা দরিদ্র মানুষ কিনতে পারে না। তাই গত রমজানের মতো এবারও তাদের কাছে নামমাত্র মূল্যে দুধ বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, শনিবার (২ এপ্রিল) ১০ টাকা দরে দুধ বিক্রি শুরু করেন। পুরো রমজান মাসে প্রায় ১ হাজার লিটার দুধ ১০ টাকা দরে বিক্রি করবেন। যে কেউ খামারে গিয়ে দুধ কিনতে পারবেন। কম দামে খাঁটি দুধ কিনতে পেরে খুশি এলাকার মানুষ।