ঢাকার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে দেশের বিভিন্ন শিল্প কলকারখানা ভাংচুর এবং শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে।
৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো:আব্দুল খালেক সাধারন সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া থানা। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এসময় আরও উপস্থিত-সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মো: কফিউদিদ্দন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন, আশুলিয়া থানা যুবদলের সভাপতি রাকিব দেওয়ান রকি ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের ত্যাগী সদস্য মো জহির মিয়া সহ শ্রমিক দলের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীর। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি’র অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেত্রবৃন্দরা।
শ্রমিক সমাবেশে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, ঝুট ব্যবসার দখল নিয়ে অস্থিরতা ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সকলকে সচেতন থাকতে হবে। ঝুট ব্যবসার নামে নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করা যাবে না। তিনি সবাইকে শান্ত থাকার ও সব ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, যারা ঝুট ব্যবসা নিয়ে অস্থিরতা তৈরি করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি নষ্ট করতে সুবিধাবাদী বিএনপির কিছু নেতা-কর্মী অপপ্রচার চালাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।