কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তের একটি গ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, এখন পর্যন্ত ২৫ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এতে গেল ২৩ আগষ্ট শুক্রবার মেহের উদ্দিন (৭৫) নামের এক অবসর প্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে তারা এখন পর্যন্ত ৫ জনের শরীরে ডেঙ্গু সনাক্ত করেছে এবং এক জন রোগীও ভর্তি করিয়েছেন।
উপজেলাটির ভারত সিমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রাম, যেখানে অন্তত ১০ হাজারের বেশি মানুষের বসবাস । আগষ্টের মাঝামাঝি সময় থেকে দেখা দিয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। যত দিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার অধিকাংশই নারী। এতে ভেঙ্গে পড়েছে ওই গ্রামের স্বাস্থ্য ব্যাবস্থা। অনেকেই আতঙ্কিত হয়ে ছুটছেন দিক বিদিকে।
বিভিন্ন ডায়াগনস্টি সেন্টারে গিয়ে পরিক্ষা করে ডেঙ্গু পজিটিভ হলে রোগীরা রাজশাহী, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, আমার জানা মতে অন্তত ২০ জনের বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে। তারা কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হচ্ছেন।
এবিষয়ে স্থানীয় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তঘেঁষা প্রত্যন্ত এই গ্রামের মানুষ খুব একটা এবিষয়ে সচেতন না। যার কারনে আক্রান্ত টা বেশি হচ্ছে। প্রয়োজন সচেতনতা তৈরি করা। এখন পর্যন্ত সরকারি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
এদিকে কথা হয় স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালামের সাথে, তিনি জানিয়েছেন এবছর এই এলাকায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এবিষয়ে তিনি তার উর্ধতনদের জানিয়েছেন।
এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিনের সাথে এক সপ্তাহ ধরে যোগাযোগ করা হচ্ছে তবে তিনি ডেঙ্গুর কোন তথ্য দিতে পারেন নি। সর্বশেষ তিনি গত বৃহস্পতিবার দুপুরে এখন পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত ও একজনকে ভর্তি করানো হয়েছে বলে তথ্য দিয়েছেন। এবিষয়ে তার মাঠ কর্মীরা কাজ করছেন যার পূর্নাঙ্গ তথ্য রোববারে দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
- কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিন দেশের বাইরে থাকায় এবিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।