কুষ্টিয়া দৌলতপুর থানায় কুষ্টিয়ার সেক্টরের ৪৭ বিজিবি র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটার সময় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটেলিয়ন এর ৪৭ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুব মোর্শেদ রহমান পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপ অধিনায়ক জাকিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমরা দেশে স্বাভাবিক জীবনে আসতে চাই, যে কোনো আইন ভঙ্গ হলে সচ্ছতার সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই, পুলিশ বাহিনীর যারা আছেন আমরা আপনাদের সাথে আছি, নতুন করে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন। যেন কোন ধরনের অন্যায় অবিচার যেন না হয় আমরা সেটাকেই প্রমোট করতে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা না হলে এই স্থানীয় জনগণ হিসাবে আমরা সকলেই ব্যর্থ হতে পারি, কুষ্টিয়া জেলার মধ্যে হয়তোবা আমরা ভালো উদাহরণ নাও তৈরি করতে পারি। জাতি হিসেবে বিশ্বের কাছে আমরা আমাদের সক্ষমতা ঠিকমতো প্রকাশ করতে সক্ষম হবো না, যদি আমরা এক না হতে পারি। অন্যায় অত্যাচার অবিচার যেগুলো হয়েছে এবং হতে পারে এগুলোকে অবশ্যই আমরা বিচারের পাশাপাশি শপথ নেই, এমন কোন ঘটনার নিয়ামক আমরা না হই। যেখানে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে যারা অপরাধী যারা অপরাধ করছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। বিজিবি ও পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া দৌলতপুর থানায় ৪৭ বিজিবি মতবিনিময় সভা
- কুষ্টিয়া জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৭:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- ৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ