ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাহ্ সূফি আল্লামা আলী রজা কানু শাহ্ (রহঃ) খোশরোজ শরীফ পালিত 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মৌলুদে রজা “বিষু ত্বরিকা”র মহান ইমাম তৎকালীন বঙ্গ রাজ্যের ইমামে আহলে সুন্নাত গাউছুল অলী হযরত শাহ্ সূফি আলী রজা কানু শাহ (রহঃ) এর ২৬৫ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল ওষখাইন দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিন-রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল। এর মধ্যে রয়েছে মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, পুষ্প মাল্যদান, জিকিরে ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। এতে ছদারত করেন দয়াল খাজা শাহ্ নূর দরবেশ মাওলা (রহঃ) এর সুযোগ্য বড় সাহেবজাদা দরবারের সাজ্জাদানশীন আল্লামা মীর মুহাম্মদ মঈনউদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী (দাঃবাঃআঃ)। এসময় মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুনছুর আল কাদেরী, শাহজাদা সরওয়ার হোসেন (মিরু) মিয়া, শাহজাদা খাইরুল বশর লুর ছিদ্দিকী (ফয়ছাল), শাহজাদা সাহিলুর রশিদ, শাহজাদা রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৭৫৯ ইংরেজি মোতাবেক ১৭ শ্রাবণ ১১৬৫ বাংলা ১০ রবিউস সানি ১১৫৯ হিজরি সোমবার সোবহে সাদেকের সময় হযরত নবাব খাজা মোহাম্মদ শেখ সাঁচি আল নক্সেবন্দি (রহঃ) এর ঘরে কবি সাহিত্যিক ও সূফি সাধক শাহ্ আলী রজা প্রকাশ কানু শাহ (রা:) তশরিফ আনেন। এই মহান মনীষী ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বক্কর ছিদ্দীক (রাদ্বিঃ) এর বংশধর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফে’ন্সি’ডি’ল উদ্ধার

শাহ্ সূফি আল্লামা আলী রজা কানু শাহ্ (রহঃ) খোশরোজ শরীফ পালিত 

আপডেট সময় ০২:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মৌলুদে রজা “বিষু ত্বরিকা”র মহান ইমাম তৎকালীন বঙ্গ রাজ্যের ইমামে আহলে সুন্নাত গাউছুল অলী হযরত শাহ্ সূফি আলী রজা কানু শাহ (রহঃ) এর ২৬৫ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল ওষখাইন দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিন-রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল। এর মধ্যে রয়েছে মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, পুষ্প মাল্যদান, জিকিরে ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। এতে ছদারত করেন দয়াল খাজা শাহ্ নূর দরবেশ মাওলা (রহঃ) এর সুযোগ্য বড় সাহেবজাদা দরবারের সাজ্জাদানশীন আল্লামা মীর মুহাম্মদ মঈনউদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী (দাঃবাঃআঃ)। এসময় মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুনছুর আল কাদেরী, শাহজাদা সরওয়ার হোসেন (মিরু) মিয়া, শাহজাদা খাইরুল বশর লুর ছিদ্দিকী (ফয়ছাল), শাহজাদা সাহিলুর রশিদ, শাহজাদা রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৭৫৯ ইংরেজি মোতাবেক ১৭ শ্রাবণ ১১৬৫ বাংলা ১০ রবিউস সানি ১১৫৯ হিজরি সোমবার সোবহে সাদেকের সময় হযরত নবাব খাজা মোহাম্মদ শেখ সাঁচি আল নক্সেবন্দি (রহঃ) এর ঘরে কবি সাহিত্যিক ও সূফি সাধক শাহ্ আলী রজা প্রকাশ কানু শাহ (রা:) তশরিফ আনেন। এই মহান মনীষী ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বক্কর ছিদ্দীক (রাদ্বিঃ) এর বংশধর।