পর্যটন সেবার মান উন্নয়নে গাজীপুর জেলার ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘেরবাজার পুষ্পদাম রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পর্যটন সেক্টরে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান বৃদ্ধিকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এসময় গাজীপুর জেলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ও গাজীপুর জেলার ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটির সদস্যরা অংশ নেয়।
শ্রীপুরের ১নং মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশে ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নাইমুল হক (পিপিএম)।
ট্যুরিস্ট পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন) ইয়াছমিন খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, কালীগঞ্জ মুক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন ও গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পর্যটন নিরাপত্তা ও সেবার মান উন্নয়ন বাড়াতে অনুষ্ঠানে গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে গাজীপুরের শ্রীপুর মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন কে সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলার সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার সাধারণ সম্পাদক করে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন করে নাম প্রকাশ করা হয়।