বাংলাদেশের পতাকা নিয়ে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন আশিক চৌধুরী। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ শাখায় তিনি বিশ্ব রেকর্ড করলেন। এই রেকর্ড এতোদিন ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার ছিল। গতকাল সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘আমি আশা করেছিলাম দুইটা রেকর্ড ভাঙার। সেখানে একটির স্বীকৃতি পেলাম। এটা হচ্ছে, পতাকা নিয়ে কত ফুট থেকে কত ফুট পর্যন্ত আমি ফ্রি ফল করেছি, সেটা।
জানা গেছে, পতাকা হাতে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার রেকর্ড ছিল ৩৬ হাজার ৯২৯ ফুট ১৩ ইঞ্চি। আশিক চৌধুরী সেটা ৩৭ হাজার ২৯৬ ফুট ৫৮ ইঞ্চি দূরত্ব পর্যন্ত পতাকা হাতে রেখে। ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রি ফল’ নামে গিনেসের আরেকটি রেকর্ডের জন্য আশিক চৌধুরী আবেদন করেছেন। সেটাও বর্তমানে ভারতের জিতিনের দখলে।
আশিক রেকর্ড গড়তে প্রায় ৭ বর্গফুট আকারের পতাকা নিয়ে ঝাঁপ দেন। তার বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।