র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৯ জুন ২০২৪ খ্রিঃ ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী গ্রামস্থ ইংরেজীতে DON লেখা বিভিন্ন রংয়ের তাস (প্লেয়িং কার্ড) ০১ (এক) সেট, (খ) ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের তাস (গ) জুয়া খেলার আসরে প্রাপ্ত নগদ বিভিন্ন নোটের- ২৭,০৪০/-(সাতাশ হাজার চল্লিশ টাকা),ঘ) একটি প্লাস্টিকের মাদুর ও ধৃত আসামীগনদের স্বীকারোক্তি, দেখানো মতে জুয়া খেলায় ব্যবহৃত প্লাস্টিকের মাদুরের নীচে লুকায়িত অবস্থায় ,(ঙ) সাদা কাগজে মোড়ানো ১০ (দশ) পুরিয়া মাদকদ্রব্য হেরোইন, যার সর্বমোট কাগজসহ ওজন ১ (এক) গ্রাম, (চ) সাদা পলিপ্যাকে রক্ষিত ০১ (এক) পোটলা মাদকদ্রব্য গাঁজা,যার ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম, (ছ)মোবাইল ফোন- ৫ টি (জ) সিম- ৮টি সহ জুয়া খেলারত অবস্থায় আসামী ১। মোঃ বাবু (৫২), পিতা -মৃত মনতাজ ব্যাপারী, ২। মোঃ আমির হোসেন (৪৫), পিতা- মৃত শেখ খোরশেদ, ৩। মোঃ মহিদুল ইসলাম (২৬), পিতা- মোঃ সিকান্দার মন্ডল, ৪। মোঃ রফিক (৪৪), পিতা-মোঃ আব্দুল জলিল, ৫। মোঃ এরশাদ আলী (৫২), পিতা-মৃত সোলেমান মাতব্বর, ৬। মোঃ সোহেল রানা (৪৬), পিতা- মৃত হাবিবর রহমান, ৭। মোঃ মিন্টু (৩২), পিতা- মৃত আলা চৌধুরী, সর্ব সাং- আসাম কলোনী, ৮। মোঃ ডালিম (৪৫), পিতা- মোঃ তৈয়ব আলী মন্ডল, সাং- সিরইল কলোনী, থানা- সর্ব থানা-চন্দ্রিমা, ৯। মোঃ আসারুল ইসলাম (৩৩), পিতা- মোঃ ইয়াদ উল্লাহ, সাং- সফুরা, থানা- বোয়ালিয়া, সকলে রাজশাহী মহানগরগনদেরকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ,হেরোইন, বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ একে অপরের সহায়তায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগনকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের চন্দ্রিমাথানায় নিয়মিত মাদক মামলা রুজু করা প্রকৃয়াধীন।