প্রতিবছর ঈদ আসে ঈদ যায় আমাদের জীবনে আনন্দ আর কল্যাণের বার্তা নিয়ে। তাই এই দিনে সকল হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। ঈদুল আযহা উপলক্ষ্যে আমি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সহ সকল পেশা শ্রেনীর মানুষ ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহাবুদ্দিন আহমেদ।
তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন শ্রমিক লীগের জন্য । এর আগে তিনি জাতীয় শ্রমিক লীগের ঢাকা জেলার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ।
তিনি বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার অর্থই হল ঈদের স্বার্থকতা। একই সাথে ঢাকাতে বসবাসকারী জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের তিনি শুভকামনা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, “কুরবানী মানেই ত্যাগ ” আর এই ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আযহা মুসলমানদের আনন্দের দিন। এই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে উৎসব উদযাপন করবেন। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎস্বর্গ করে কাজ করতে হবে। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
শ্রমিকদের বিষয়ে তিনি বলেন , শ্রমিকদের যে কোন সমস্যা অসুবিধার এবং অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ সকল শ্রমিকদের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে ইনশাল্লাহ ।
পরিশেষে তিনি বলেন , পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বাড়িতে যান এবং ঈদ উৎসব পালন করে নিরাপদে আবার নিজ কর্মস্থলে ফিরে আসুন ।
আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।