রাজধানীর বাড্ডায় গৃহবধূকে হত্যা করে অনলাইন জুয়ায় আসক্তি তার গাড়ি চালক। গ্রেপ্তারের পর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। লাখ টাকা হাতিয়ে নেওয়ার লোভে করা হয় হত্যা। পরে বাসায় মিলে মাত্র ৬০০ টাকা।
রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডায় গুদারা ঘাট এলাকার ভাড়া ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে আফরোজা সুলতানা গলাকাটা মরদেহ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন আফরোজা।হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। গ্রেপ্তার করা হয় গাড়িচালক হৃদয় কে। হৃদয় কে নিয়ে অভিযানে নামে পুলিশ । উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত চাকু , স্বর্ণালঙ্কার ও নগদ টাকা।
বুধবার ১৬ ই মার্চ রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি জানান চালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তাঁর ধারণা ছিল আফরোজা অনেক টাকা পয়সার মালিক এজন্য তাঁকে হত্যা করা হয় যদিও হত্যার পর পাওয়া গিয়েছিল মাত্র ৬০০ টাকা ও আধা ভরি স্বর্ণ।