গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ এলাকায় সিসিডিবি ক্লাইমেট সেন্টারের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উপজেলার দুইটি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে প্রথমে র’্যালী পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশরাফুজ্জামান খান (ম্যানেজার মিটিগেশন টেক.)কামাল হোসাইন (এ্যাডাপটেশন ম্যানেজার),সিসিডিবি ক্লাইমেট সেন্টারের এ্যাডমিন অফিসার মোঃ আলমাস হোসাইন, ফিল্ড অর্গানাইজার অফিসার মো. সুজন শেখ সহ সিসিডিবি-ক্লাইমেট সেন্টারের অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
এ বছর ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস সারা দেশে পালিত হচ্ছে।