সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ২০.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন খাগড়বাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) মোবাইল-০৫ টি, (খ) সিমকার্ড-০২ টিসহ মূলহোতা আসামী ১। মোঃ সম্রাট খাঁ (২৪), পিতা-মোঃ হাছান খাঁ, ২। মোঃ হাছান খাঁ (৫০), পিতা-মৃত গোলজার খাঁ, ৩। মোঃ জনি খাঁ (২৮), পিতা-মৃত কালু খাঁ, ৪। মোঃ রিদয় খান (২৫), পিতা-মোঃ দোলোয়ার খান, সর্ব সাং-খাগড়বাড়িয়া, ৫। মোঃ রানা শেখ (২০), পিতা-মৃত আক্কাস আলী, সাং-পাঁচবাড়ীয়া, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোরগণকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা হতে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।