রাজশাহীর পবা উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পল্লী প্রগতি কর্মসূচি দলের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে হুজুরি পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিআরডিবি’র উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসা. শামসুন্নাহার এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন শেখপাড়া মহিলা সমিতির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বলেন, শুধু ঋণের পরিমাণ বাড়ালেই হবে না, নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। সেখানে বিনিয়োগ করে সকলকে বেনিফিটেড হতে হবে। তবেই আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যেতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও লসমী চাকমা রাজশাহী মহিলা সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। আমি নিজেও একজন মেয়ে হয়ে একটা উপজেলা প্রশাসনে কর্মরত আছি। এই রকম দেশের সকল মহিলাদের নিজ নিজ জায়গা থেকে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তবেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন দেশের অধিকাংশ জনগোষ্ঠী নারী। নারীদেরকে পিছনে রেখে মধ্যম আয়ের দেশে পরিণত করা অসম্ভব। তাই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সামনে আমাদের বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।