রাজশাহী জেলার পবা থানার ৮ নং বড়গাছি ইউনিয়ন কে আলু উৎপাদনের প্রাণকেন্দ্র বলা হয়। যত দূরে চোখ যায় মাঠের পর মাঠ আলু চাষ করা হয়েছে এখানে। বিগত দুই দিনের বৃষ্টিতে কৃষকের চোখে মুখে ধোঁয়াশার ছাপ, তার কারণ আলু একটি অত্যন্ত লাজুক সবজি এটাকে সঠিকভাবে পরিচর্যা না করলে দুই এক দিন যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আলু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কৃষকেরা সাধারণত তাদের সর্বোচ্চ পুঁজি বিনিয়োগ করে মাঠে আলু চাষের জন্য। এই মৌসুমে আলুর পাশাপাশি অনেকের জমিতে স্ট্রবেরি চাষ করে থাকে। আলু একটি ৯০ দিনের সবজি ৯০ দিন পরে এর পরিপক্কতা হয় এবং কৃষকরা তা ঘরে তোলে, দ্রব্যমূল্যের বৃদ্ধির এই বাজারে অনেক খরচ করে কৃষকেরা জমিতে আলুর বিজ বপন করেছে।তারা অনেকে আশঙ্কা করছে হয়তো বা আলু পচন ধরবে। তাই সকাল সকাল তারা আলুর জমির পানি নিষ্কাশনের জন্য বেরিয়ে পডছে
রাজশাহীতে দুই দিনের বৃষ্টিতে বেহাল দশা কৃষকের।
- সুমন শেখ,নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৭:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- ৯৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ