শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।এছাড়া নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসোইনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তথ্যমতে, প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশের সমাজে যাতে মহিলারা ভেদাভেদ বা বৈষম্যের শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে ২০০০ সালে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যাশিশু দিবস পালনের লক্ষে একটি আদেশ জারি করে। আদেশে বলা হয় “শিশু অধিকার সপ্তাহের (২৯ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর) মধ্যে সুবিধাজনক একটি দিনে বা ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়”। তবে, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছরের ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এরপর থেকে বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত।
- গোলাম মাহমুদ ফাহিম, শেরপুর জেলা প্রতিনিধি:
- আপডেট সময় ০১:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- ১৪২ বার পড়া হয়েছে