নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।এরই পরিপ্রেক্ষিতে একের পর এক মাদকের চালান ধরে মাদক ব্যবসায়ীদের আটক করে আদালতে প্রেরণ করায় মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কাছে ইতিমধ্যেই এক আতঙ্কের নাম হিসেবে পরিচিতি পেয়েছেন।
এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজা সহ ইলিয়াস নামের(৩৫) এক চিহ্নিত মাদক কারবারীকে উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই/মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার টিম অভিযান ডিউটি করা কালে জানতে পারে যে- নয়াপুর দক্ষিণপাড়া এলাকায় নিষিদ্ধ মাদক গাঁজা ক্রয় বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি অদ্য ০৭/০৫/২০২৩ তারিখ বিকাল ১৮ঃ২০ ঘটিকায় নয়াপুর দক্ষিণপাড়া ইলিয়াস মিয়ার বসতবাড়ি হইতে ২০ কেজি (আধা মণ) গাঁজা সহ ১। ইলিয়াস মিয়া(৩৫),পিতা বিল্লাল মিয়া ,গ্রামঃ নয়াপুর দক্ষিণপাড়া , থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ কে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।